Captain America Civil War (2016) HDTC by Moshiur Shuvo
Captain.America.Civil.War.2016.1080p.TC.(run time 02:27:12)
Create By
Moshiur Shuvo
Comment
দুনিয়াকে বাঁচাতে অ্যাভেঞ্জার এবং অপশক্তির মধ্যকার সংঘর্ষে অগনিত মানুষ মারা যাওয়া বন্ধ করতে জাতিসংঘ "সোকোভিয়ান অ্যাকর্ড" নামে একটা চুক্তির প্রস্তাব দেয়; টনি স্টার্ক এ চুক্তি মানতে রাজি হলেও ক্যাপ্টেন স্টিভ রজার্স রাজি হয় না ফলাফল স্বরুপ নিজেদের ভেতকার ঘাত-প্রতিঘাত, বাইরের অপশক্তির হস্তক্ষেপনের ফলে অ্যাভেঞ্জারদের ভেতর লেগে যায় ঘোরতর দ্বন্দ্ব।
With great power, comes great responsibility. এই দায়িত্ববোধ একেকজন একেকভাবে পালন করে। কেউ হয়ত দায়িত্বের চাপ সামলাতে পারেনা। আর ভাল কিছু করতে গিয়েও অনেক সময় বড় কিছু ভুল হয়ে যায়, যার প্রভাব হতে পারে অনেক সুদূরপ্রসারী।। ২০১৬ তে মুক্তি পায় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর অন্যতম টার্নিং পয়েন্ট সিভিল ওয়ার। এটি আমার করা প্রথম মুভি বাংলা সাবটাইটেল। চেষ্টা করেছি অনেক ভালভাবে করতে। আশা করছি সবাই উপভোগ করতে পারবেন।
দুনিয়াকে বাঁচাতে অ্যাভেঞ্জার এবং অপশক্তির মধ্যকার সংঘর্ষে অগনিত মানুষ মারা যাওয়া বন্ধ করতে জাতিসংঘ "সোকোভিয়ান অ্যাকর্ড" নামে একটা চুক্তির প্রস্তাব দেয়; টনি স্টার্ক এ চুক্তি মানতে রাজি হলেও ক্যাপ্টেন স্টিভ রজার্স রাজি হয় না ফলাফল স্বরুপ নিজেদের ভেতকার ঘাত-প্রতিঘাত, বাইরের অপশক্তির হস্তক্ষেপনের ফলে অ্যাভেঞ্জারদের ভেতর লেগে যায় ঘোরতর দ্বন্দ্ব। সিনেমা ডাউনলোড লিংক: http://bit.ly/2bvOdcv
দুনিয়াকে বাঁচাতে অ্যাভেঞ্জার এবং অপশক্তির মধ্যকার সংঘর্ষে অগনিত মানুষ মারা যাওয়া বন্ধ করতে জাতিসংঘ "সোকোভিয়ান অ্যাকর্ড" নামে একটা চুক্তির প্রস্তাব দেয়; টনি স্টার্ক এ চুক্তি মানতে রাজি হলেও ক্যাপ্টেন স্টিভ রজার্স রাজি হয় না ফলাফল স্বরুপ নিজেদের ভেতকার ঘাত-প্রতিঘাত, বাইরের অপশক্তির হস্তক্ষেপনের ফলে অ্যাভেঞ্জারদের ভেতর লেগে যায় ঘোরতর দ্বন্দ্ব।