জনগনের দ্বারা এক নায়ক মুয়াম্মাম গাদ্দাফিকে হত্যার পর লিবিয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। লিবিয়ায় অবস্থিত অন্যান্য দেশের সকল দূতাবাস বন্ধ হয়ে গেলেও আমেরিকার দূতাবাস খোলা থাকে। সরকারের অগোচরে দূতাবাসের ১ মাইল দূরে CIA গোপন ঘাঁটি বানায়, কোড নাম এনেক্স। একদল বিদ্রোহী দূতাবাসে আক্রমণ করে, লোকজন সরকারের কাছে সাহায্য চায়, কিন্তু সরকার শুধু ত্রিপোলিতে থাকা অপর একটা CIA ঘাঁটির কথা জানে, যেটা বহুদূর। তবে কি এনেক্স নিজেদের গোপনীয়তা ভেঙ্গে সাহায্য করতে এগিয়ে আসবে?