শুধু উরাধুরা অ্যাকশান? না এর সাথে রয়েছে রক্ত বন্ধনে আবদ্ধ না হলেও পাঁচ ভাইয়ের মমতার সম্পর্কের চিত্রায়ন। WBMF টিমের ৩য় সাব। ২:২৪:৪৭ এর যেকোনো প্রিন্টের সাথ উপভোগ করুন। ভালো লাগলে রেটিং দিন।
বিনয় বিদ্যা রাম কাহিনী সংক্ষেপঃ চারজন অনাথ ছেলে একজন অনাথ ছেলেকে (রামকে) পায় এবং তাকে বড় করে স্কুলে পাঠায়। কিন্তু সে নিজে না পড়ে চার ভাইদের পড়াশোনায় পাঠায় আর সে পরিবারের সব কাজ করে। তার বড় ভাই ভুবন কুমার আইএএস অফিসার নির্বাচন দেখাশুনার কাজে বিহারে নিযুক্ত হয়। এদিকে রাজা ভাইয়ের(ভিলেন) বিহারে বড় ধরনের ফোর্স আছে। তারা ওখানে ইলেকশন হতে বাঁধা দেয়। এমনকি এই অত্যাচারের শিকার হয় ভুবন কুমার...! এই অত্যাচারীর অত্যাচারকে কি শেষ করতে পারবে রাম, তার জন্য মুভিটি এখনই এ বিসাব দেখে ফেলুন।
Link driver tải phim : https://drive.google.com/file/d/1zNyL7jytIkqHFkmvIogJF5hHHQB64AYP/view?fbclid=IwAR0adHBbeeb8H8zvKrkKvtBJ57jocifcqZQNb4go2rQxh2K3ahvVwueFjCM