সাব টি আগে একবার আপলোড হলেও বেশ কিছু ডায়ালগের পরিপূর্ণ অর্থ মিসিং থাকায় ডিলিট করে দিয়েছিলাম। এবার সে ভুলগুলো ঠিক করে, আবার আপলোড দিলাম। আশা করছি এবারের সাবে কারো কোন আপত্তি থাকবে না। যারা দেখেন নাই, দেখে ফেলুন মাস্টারপিস মুভিটি।
ফিডব্যাক দিতে ভুলে যাইয়েন না।
এটি আমার ৩৭ তম বাংলা সাবটাইটেল। এটি ২০১৭ সালের সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত তামিল সিনেমা।
মাস্টারপিস মানের সিনেমা সবার ভাল লাগবে সেই প্রত্যাশা করি। সাব টা ও সাবলীল রাখার চেষ্টা করা হইছে। ফিডব্যাক দিয়েন সবাই।