মানব সভ্যতার অগ্রগতির এক বিশিষ্ট পদক্ষেপ হল বিমানের মাধ্যমে আকাশে বিচরণ। সেই যুগান্তকারী আবিষ্কারের প্রাথমিক যুগে লন্ডন থেকে প্যারিস উড়ে যাওয়ার (বিমানে) প্রতিযোগিতা ও তাতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে রচিত এই কাহিনী।
মুভিটি চূড়ান্তভাবে আনন্দদায়ক ও তার সঙ্গে শিক্ষামূলক। ধাপে ধাপে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে কিছু দুঃসাহসিক মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে বিমানকে আজকের রূপ দিয়েছেন, মুভিটি তারই এক প্রতিলিপি।