বন্ডকে ব্যবহার করে এক তেল কোম্পানির মালিককে হত্যা করা হয় এবং মালিকের মেয়েকে রক্ষার জন্য পাঠানো হয় বন্ডকে। সেখানে গিয়ে বন্ড জানতে পারে রেনার্ড নামক এক সন্ত্রাসী তেলের পাইপলাইন উড়িয়ে দেয়ার পরিকল্পনা আঁটছে। সেটি থামাতে গিয়ে হঠাৎ খবর পায় তাঁর বস "এম" নিখোঁজ। বন্ড পড়ে যায় দোটানায়; তাঁর বস "এম" কে বাঁচাতে হবে আবার রেনার্ডের ধ্বংসাত্মক পরিকল্পনা থামাতে হবে। # রেটিং করবেন আশা করি।