"ব্যান্ড অব ব্রাদার্স" সিরিজটি যারা দেখেছেন তারা নিশ্চিতভাবেই উপভোগ করবেন সিরিজটি। দুটো সিরিজের নির্মাতাও এক। ১০ পর্বের এই মিনি সিরিজে মার্কিন মেরিন সেনাদের চোখে ফুটিয়ে তোলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিনগুলি।
ধন্যবাদ জানাই মায়াজ ইসলাম নাফিস ভাইকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন মেরিন সেনাদের অভিজ্ঞতার আলোকে নির্মিত মিনিসিরিজ "দ্য প্যাসিফিক"। উপভোগ করুন মাতৃভাষায়।
🔰🔰কোরিয়ান মুভি সংক্রান্ত নিত্যনতুন খবরা-খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপ "কোরিয়ান ফিল্ম ক্রাফট" - এ যুক্ত হোন।🔰🔰