গড়পড়তা থ্রিলারের বাইরে হাতে গোনা যেসব থ্রিলারের সম্মোহনী ক্ষমতা বলতে কিছু আছে তাদের মধ্যে অন্যতম এই জাপানিজ মুভিটি। অনেক সমালোচক একে ব্যাখ্যা করছেন ক্রাইম ফিল্মের আবহে ফিলোসফিক্যাল মেডিটেশন হিসেবে।
যা পরবর্তীকালে অনুপ্রাণিত করেছে 'মেমোরিজ অব মার্ডার' খ্যাত বং জুন হো'র মত ডিরেক্টরদের।
এক কথায়- ট্রু মাস্টারপিস।
ভালো লাগলে অবশ্যই রেট করবেন। :)