আমার করা প্রথম বিসাব।মুভিটার অনেক পজিটিভ রিভিউ দেখেছিলাম কিন্তু কোন বিসাব খুজে পেলাম না।তাই আমার মতো যারা হিন্দি ভাষা কিছুটা কম বুঝেন তাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস।আশা করি আমার করা বিসাবটি দিয়ে রাজকুমার রাও এর ২০১৭ সালের অন্যতম প্রসংসিত মুভিটি উপভোগ করবেন।
বি দ্র- প্রথম সাবটাইটেল হিসাবে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আর সাব ভালো লাগলে অবশ্যই গুড রেটিং দিয়ে পরবর্তী কাজের জন্য উৎসাহিত করবেন।