পঞ্চাশের দশক। মধ্য অাফ্রিকার দেশ গিনিতে তখন স্প্যানিশদের রাজত্ব। বিস্তীর্ণ এলাকাজুড়ে কোকো বাগান। বাবার কাজের সুবাদে গিনি ঘুরতে অাসে কিলিয়ান নামের এক যুবক। বড় ভাই অাগে থেকেই গিনিতে। দেখা হয় তাদেরই বাগানের কর্মীর এক মেয়ের সাথে। প্রথম দেখাতেই প্রেম! কিন্তু মুখ ফুটে বলার ফুরসত টুকুও মেলে না। তবে কি প্রেম অসমাপ্ত থেকে যাবে? উপভোগ করুন মাতৃভাষা বাংলায়।