পৌরাণিক প্রাণী সন্ধনী স্যার লাইওনেল ফ্রস্ট তার নতুন বন্ধু মি. লিংককে নিজ প্রজাতি ইয়েতিদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য আমেরিকার ক্যালিফোর্ণিয়া থেকে নেপালের হিমালয়ের উদ্দেশ্যে রওনা হয় । সাথে যুক্ত হয় অ্যাডেলিনা । তাদের থামাতে পিছু নেয় গুণ্ডারা । তারা কি পারবে হিমালয়ে পৌঁছাতে ? মি. লিংককে তার প্রজাতির কাছে সমার্পণ করতে ?