মুভিটার তিন ধরনের প্রিন্ট পেয়েছি। তিন প্রিন্টের জন্যই আলাদা সাব দেয়া হয়েছে। imdb তে এর রিলিজ দেখানো হয়েছে ২০১৬, অন্যান্য সাইটগুলোতে ২০১৭। কিন্তু মুভিটার আসল রিলিজ টাইম ছিল ২০১৫। তাই সালের ব্যাপারে কনফিউজড হবার কিছু নেই। অনলাইনে প্রোপার ই সাব না থাকায় খুব কষ্ট হয়েছে, তাও চেষ্টা করেছি মান সম্মত একটা সাব দিতে। ভাল লাগলে গুড রেট করবেন।