অর্থনৈতিক মন্দায় থাকা ইতালির রোম শহরে হন্যে হয়ে চাকরী খুজছে রিচ্চি নামের এক যুবক। ঘরে প্রায় অভুক্ত অবস্থায় আছে স্ত্রী, পুত্র আর কন্যা সন্তান। আশার আলো হয়ে রিচ্চির একটা চাকরী হয়, দায়িত্ব বিজ্ঞাপনের পোস্টার লাগানো। তবে চাকরীর প্রধান শর্ত হল কর্মীর অবশ্যই একটা সাইকেল থাকতে হবে। বহু কষ্টে পুরনো সাইকেল জোগাড় করে চাকরীতে যোগদান করে। যখনই পরিবারটি ঘুরে দাঁড়ানোর সপ্ন দেখে ঠিক তখনই সাইকেলটি চুরি হয়ে যায়। সাইকেল উদ্ধারে শুরু বাবা আর পুত্রের অভিযান।
Extracted muxed srt, fixed common errors, and spellchecked. Hopefully I got everything right. If not, please comment if you find any errors. Works with the USURY releases, and probably also other BluRay releases. This is the non-SDH version.